Bhootpret Episode 10 Putul Ghorer Petni Story by Pallav Chakraborty , ভূত আছে কি নেই, এই প্রাগৈতিহাসিক তর্কে না গিয়ে অন্ধকারে একা একা হাঁটুন না। দেখবেন অনেকে ভয় পাবেন আবার অনেকে মজা পাবেন, অনেকে আবার ভয় পেয়ে মজা পাবেন। ভয় একটা অনুভূতি। আমরা সেটা পেতে ভালোবাসি। কেবলমাত্র সেইটুকু জায়গায় বিষয়টাকে সীমাবদ্ধ রাখলে কুসংস্কারের কোন প্রশ্ন ওঠেনা। ভুত-প্রেত যেমন অলৌকিক তেমন কিন্তু ভগবানও। বিশ্বাস একান্তই ব্যক্তিগত। লৌকিক অলৌকিক দুই মিলে আমাদের সংস্কৃতি গড়ে ওঠে। খালি কুসঙস্কারাচ্ছন্ন হয়ে অন্য কারোর জীবনে হস্তক্ষেপ বা অপরের কোন ক্ষতি করবেন না, ব্যাস তাহলেই হলো। ‼️